ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) কে রাষ্ট্রীয় মদদে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিসর্জন ও সকল পন্য পরিহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা নামাজ শেষে স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি গুলবাহার বাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে গুলবাহার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিসুর রহমান মজুমদার সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত,মাও.গোলাম কিবরিয়া আল কাদেরী,শাহজালাল হোসেন,সিহাব উদ্দিন সালেহী প্রমুখ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৬ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur