কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বারের মতো স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন ঘিরে শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরাসরি গোপন ব্যালেটের মাধ্যমে তারা প্রার্থী নির্বাচিত করে।
এ উপলক্ষে ২১ মার্চ (সোমবার) উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, হযরত শাহ নেয়ামহ শাহ উচ্চ বিদ্যালয়, আল ফাতেহ মাদ্রাসা ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। এছাড়াও অনুরূপভাবে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় ৩৭টি উচ্চ বিদ্যালয় ও ১৮টি মাদ্রাসা সহ ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হয়। সরজমিনে কয়েকটি বিদ্যালয়ে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। দিনভর শিক্ষার্থীরা সু-শৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করে।
রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় :
কচুয়া উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের মোট ভোটার ছিল ৭৫১জন। ৫টি বুথে ৮টি পদের বিপরীতে মোট ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এরা হচ্ছেন-১০ম শ্রেণি, আলআমিন বেপারী, মাহমুদা আক্তার, হাজেরা আক্তার। নবম শ্রেণি-তানিয়া আক্তার, আফসানা মিমি, শাহিদুল মান্নান স্বাধীন। ৮ম শ্রেণি, সাবরিনা তাসমিম, কানিজ ফাতেম ইমু, খাদিজা আক্তার। ৭ম শ্রেণি, ইয়াছিন হোসেন, ফারজানা আক্তার, তাহমিনা আক্তার। ৬ষ্ঠ শ্রেণি তাহমিনা আক্তার মীম, রিয়াদ হোসেন, জান্নাতুল মাওয়া। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফরহাদ হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন-নবম শ্রেণির ছাত্রী তাছমিন আলম ও অষ্টম শ্রেণির ছাত্রী তাছমিয়া জাহান। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন দশন শ্রেণির ছাত্র মুরাদ প্রধানিয়া, সাব্বির আলম, ইকরা আক্তার, নুসরাত জাহান মিতু ও ইয়াছিম আক্তার (৯ম)। পোলিং কর্মকর্তা ছিলেন সজিব হোসেন (১০ম), জুবায়ের হোসেন (৯ম), ফারহানা আক্তার (৮ম), মাহমুদা আক্তার (৯ম), সালমা আক্তার (৯ম)। নির্বাচন সার্বিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সরকার মোহন। সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন প্রধানিয়া, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম তালুকদার, স্বপন চন্দ্র, সুলতানা রাজিয়া, তাছলিমা আক্তার, ইদ্রিস মিয়া।
পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় :
এদিকে কচুয়া উপজেলার পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়েও স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ে ৫‘শ ৫৫জন ভোটারের মধ্যে ৩‘শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে শতকরা ভোটের হার ৭১ ভাগ। এতে যারা নির্বাচিত হয়েছেন সাবিয়া আক্তার (৬ষ্ঠ), গোলাম সরোয়ার (৭ম), সুরাইয়া আক্তার (৮ম), মেহেরুনা আক্তার জেরিন (৯ম), রিয়াদ হোসেন (১০ম), সাবিকুন্নাহার শিপা (১০), রাসেল (৯ম) ও সানজিদা আক্তার (৭ম)। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আলআমিন মিয়াজী, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ৯ম শ্রেণির ছাত্র ইবনে জাহিদ রাফি ও অষ্টম শ্রেণির ছাত্রী তাসরিকুন্নাহার প্রমি। নির্বাচনে সার্বিক সমন্বয় ও তদারকি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন বিএসসি’র নেতৃত্বে শিক্ষকবৃন্দ।
||আপডেট: ০৬:১৪ অপরাহ্ন, ২১ মার্চ ২০১৬, সোমবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur