কচুয়া করেসপন্ডেন্ট :
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাছিমা আক্তারের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে উপজেলার ইউআরসি সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে নির্যাতিত শিক্ষিকার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সিনিয়র সভাপতি মো. মিজানুর রহমান, সহসভাপতি আব্দুল মোতালেব, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা দেওয়ান মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা সভায় উল্লেখ করেন, নাছিমা আক্তারের মাদকসেবী স্বামী সাচার গ্রামের মৃত জলিল সওদাগরের পুত্র মো. আলমগীর হোসেন ওরফে আলম দীর্ঘদিন থেকে বিনা অপরাধে নাছিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এসব নির্যাতনের প্রেক্ষিতে স্থানীয়ভাবে বেশ ক’বার শালিস বৈঠক বসে। কিন্ত আলমের আচার-আচরণের কোনই পরিবর্তন হয়নি। সে গত ২১ জুন সকালে আবারও নাছিমার ওপর নির্মম-নিষ্ঠুর নির্যাতন চালায়। স্বামীর বাড়িতে নাছিমার কোনই নিরাপত্তা নেই বিধায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে বর্তমানে সে তার পিতৃপক্ষের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে। প্রতিবাদ সমাবেশে উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আপডেট : বাংলাদেশ সময় : ০৯:৩১ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ০৫ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি