চাঁদপুরে কচুয়ায় হরিপুর গ্রামে রেশমা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন মোল্লা জানান, হরিপুর গ্রামের তাফাজ্জল হোসেনের স্কুল পড়ুয়া কন্যা রেশমা আক্তার নিজ গৃহে কীটনাশক ঔষধ খেলে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দাউদকান্দির রায়পুর এলাকায় একটি ক্লিনিকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় সে মারা যায়।
এ ঘটনায় কচুয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,১৮ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur