কচুয়া উপজেলার বই পড়া শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরনের লক্ষে সোনার বাংলা সাহিত্য পাঠাগারের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে চাংপুর গ্রামে পাঠাগারের স্থায়ী কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন সিকদার।
এসময় চাঁদপুর জেলা পরিষদ সদস্য প্রার্থী মো. জামাল হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মরত মো. আরিফ হোসেন,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. ইসমাইল ভূঁইয়া,ইউপি সদস্য শরীফ সরকার,সংগঠনের প্রতিষ্ঠাতা জিসান আহমেদ নান্নু,পাঠাগারের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস,সাবেক সদস্য গিয়াস উদ্দিন প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০১০ সাল থেকে সোনার বাংলা সাহিত্য পাঠাগারটি এলাকার শিক্ষিত বেকার জনগোষ্ঠী শিক্ষা বিস্তারে চাহিদা মেটাতে আলোকবির্তকা হিসেবে কাজ করে আসছে।
কচুয়া প্রতিনিধি, ১৩ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur