কচুয়ায় সুলতানা রাজিয়া চমক দেখাতে চায়

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সংরক্ষিত আসনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সুলতানা রাজিয়া পর পর ৩বার ইউপি সদস্য। তিনি এ ধারাবাহিকতায় আসন্ন ইউপি নির্বাচনে এবারো ওই ওয়ার্ডে নিজের অবস্থান ধরে রাখতে চান।

গত ইউপি নির্বাচনে বর্তমান ইউপি সদস্যা সেলিনা আক্তারের কাছে কৌশলগত কারণে পরাজিত হন তিনি।

পরপর নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্যা ও উত্তর শিবপুর গ্রামের অধিবাসী মোঃ আব্দুর রাজ্জাক পাটওয়ারী সহধর্মীনী সুলতানা রাজিয়া সম্প্রতি সময়ে ক্যান্সার নামক জনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন।

বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বিগত দিনে তিনি ইউপি নির্বাচিত হয়ে তার ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করেন। আগামীতে তিনি জনগণের আস্থা ও ভালবাসা নিয়ে আবারও ওই ওয়ার্ডের সংরক্ষিত আসনে ইউপি সদস্য নির্বাচিত হয়ে ওয়ার্ড বাসীর অসমাপ্ত কাজ সম্পন্ন করে জনগণের সেবা করতে চান।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ]জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]

 : আপডেট ১১:৫১ পিএম, ১০ মার্চ  ২০১৬, রোববার

ডিএইচ