কচুয়ায় সিরাজাম মুনিরা মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন

কচুয়া পৌর সভার প্রানকেন্দ্রে মডেল মসজিদ এলাকায় সিরাজাম মুনিরা মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ছবক অনুষ্ঠান,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকালে ১ম রমজানে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দ্বীনি প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মাদ্রাসার পতিষ্ঠাতা ও পরিচালক মাও: মো. শাহজালাল এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, চট্রগ্রামের মীরেরসরাই দরবার শরীফের পীর হাফেজ মাও: মেজবাউল ইসলাম লতীফি। এ সময় কচুয়া উপজেলা আহলে সুন্নাত আল জামাতের সহ-সভপতি মো. দুলাল প্রধান, সাধারন সম্পাদক মাষ্টার মো. আব্দুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মাও: মো. তাজুল ইসলাম আল ক্বাদেরীসহ ওলামায়ে কেরাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়া পৌরসভার উপজেলা মডেল মসজিদ এর দক্ষিনে মিয়াজী প্যারেসে ভিন্ন আঙ্গিকে আবাসিক,অনাবাসিক ও ডে-কেয়ার পদ্ধতিতে মহিলা নূরানী,নাজেরা,হিফজ ও সাধারন বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অন্যান্য ভাবে সহযোগিতা করতে সকলের সহযোগিতা চেয়েছেন মাদ্রাসার কতৃপক্ষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ এপ্রিল ২০২২

Share