চাঁদপুরের কচুয়ায় তেগুরিয়া পাটওয়ারী বাড়ির মৃত. নাছির উদ্দিন পাটওয়ারীর বসতঘরে সিধঁ কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
৫ এপ্রিল সোমবার মধ্যরাতে একদল অজ্ঞাত চোর কৌশলে গৃহে প্রবেশ করে গৃহে থাকা ২ জোড়া কানের দুল,১টি চেইন,২টি আংটি,নগদ ৬ হাজার টাকা,৩টি মোবাইল ও মূল্যবান কাপড়চোপড় সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় আশেপাশের লোকজনের মাঝে ভয় আতংক দেখা দিয়েছে।
নাছির উদ্দিন পাটওয়ারীর স্ত্রী রাশেদা বেগম জানান,সোমবার রাতে আমি আমার তিন মেয়ে ও এক পুত্রকে নিয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে দরজা খোলার দৃশ্য দেখতে পাই। পরে চুরির বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করি।
এদিকে নিরীহ মৃত.নাছির উদ্দিন পাটওয়ারী পরিবারের চুরির ঘটনায় জড়িত গ্যাংদের খুজেঁ বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৬ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur