চাঁদপুরে কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধান রোববার (১২ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
তিনি গত ৬ ফেব্রæয়ারী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কচুয়া থেকে গ্রেফতার হয়ে ৩২ দিন কারাভোগের পর আইনি লড়াই শেষে রবিবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান।
মুক্তির পর তাঁকে চাঁদপুর জেলা কারাগার গেইটে ও কচুয়া পৌরসভার নিজ বাসায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।
এ দিকে সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাঠান, বিএনপি নেতা মো. হুমায়ুন কবির প্রধানের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur