কচুয়া

কচুয়ায় সাবেক এমপি মেসবাহ উদ্দীনের স্মরণে দোয়া

কচুয়ার সাবেক সংসদ সদস্য মরহুম মেসবাহ উদ্দিন খান এর ১১তম স্মরণ সভা মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কচুয়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মরহুম মেসবাহ উদ্দিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র বড় ভাই ছিলেন। পৌর আওয়ামীলীগের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাদেক উল্যাহ মুন্সির পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রতœা। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান ও সাবেক ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, পৌর ছাত্রলীগের সভাপতি তানভির ইসলাম দিপু, ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল প্রধান। এসময় দলীয় অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন কচুয়া ঈদগাঁ জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ জামাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share