কচুয়া

কচুয়ায় সাফল্যের শীর্ষে ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ

বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি পরীক্ষার ফলাফলে কচুয়ায় পাসের হার শতকরা ৬২.২ ভাগ। ৯টি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৯ শত ৫৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে,পাস করেছে ১হাজার ২শত ১৫ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন।

অপর দিকে সদ্য প্রকাশিত এবারের আলিম পরীক্ষার ফলাফলে ১৩টি মাদ্রাসা থেকে ৪শ’ ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে, তম্মধ্যে পাস করেছে ২শ’৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৬০.২৮ ভাগ।

ফলাফলের দিক থেকে ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ ৭ম বারের মতো শতভাগ পাস করে সাফল্যের শীর্ষে রয়েছে। এ কলেজ থেকে ১ জন জিপিএ-৫ পাসসহ ১শ’ ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে সকলেই উত্তীর্ণ হয়।

এক প্রতিক্রিয়ায় কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক এনবিআর চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন বলেন,কলেজটি প্রতিষ্ঠার পর থেকে সুষ্ঠ ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা গুনগত ও মান সম্মত শিক্ষা অর্জনে ভূমিকা রেখে আসছে। কলেজটি বরাবরের মতো এবারও শতভাগ উত্তীর্ণ হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।

অন্যদিকে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাক আহাম্মদ বলেন, কলেজের দক্ষ পরিচারনা পর্ষস, শিক্ষক- শিক্ষার্থী ও এরাকাবাসীর সার্বিক সহযোগিতায় ও সৎ পরামর্শে বরাবর ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত শিক্ষার্থীরা শতভাগ ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতে ফলাফলের ধারা অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা বজায় থাকবে।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু

Share