জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) :
চাঁদপুর জেলার কচুয়ায় মেহেদী হাসান (৯) নামে এক স্কুল ছাত্রের সাপের দংশনে মৃত্যু হয়েছে।
উপজেলার আইনপুর গ্রামে সাপের দংশনে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র মেহেদী হাসান একই গ্রামের কৃষক আবুল হোসেনের একমাত্র ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় কচুয়ার আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান নিজ গৃহের খাটের নিচে পড়ে যাওয়া খেজুর কুড়াতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। ওইদিন রাতেই তার মৃত্যু হয়। স্কুল ছাত্র মেহেদী হাসানের অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আপডেট: বাংলাদেশ সময় ০৫:৩৮ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur