কচুয়া প্রেসক্লাব ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আমার সংবাদ পত্রিকার কচুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের মা দেলোয়ারা বেগম (৫০) আর বেচেঁ নেই (ইন্নালি….. রাজিউন)।
তিনি বুধবার বিকাল পৌনে ৫টার দিকে মেঘদাইর গ্রামের নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস,শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ছাদেক আলী পাটওয়ারী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
ওইদিন বাদ মাগরিব মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসায় জানাযা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গত ২৪ জুন সাংবাদিক সুমনের বড় ভাই মো. আনোয়ার হোসেন একই উপজেলার পনশাহী গ্রামে বজ্রপাতে মারা যান। ছেলে মারা যাওয়ার শোক কাটতে না কাটতে ছেলের শোকে কাতর হয়ে মাও পরপারে চলে যান।
এদিকে সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের মায়ের মৃত্যুতে কচুয়া প্রেসক্লাব সদস্যবৃন্দ,কচুয়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন,কচুয়া নিরাপদ সড়ক চাই,কচুয়া আলোর মশাল,প্রানের টানে রক্তদান,সোনার বাংলা সাহিত্য পাঠাগারের সদস্যবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি মরহুমা দেলোয়ারা বেগমের জান্নাতময় জীবন কামনা করেন।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ২৯ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur