কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক,দৈনিক যায়যায়দিন ও সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি শান্তু ধর সোমবার রাতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তার সুস্থ্যতার জন্য শান্তু ধরের বাবা শ্যামল কান্তি ধর সকলের দোয়া ও আশীবাদ কামনা করেছেন। জানা গেছে, শান্তু ধর ওই দিন রাতে তার এক অসুস্থ্য আত্মীয়কে দেখতে মোটরসাইকেল যোগে কুমিল্লা শহরে যাচ্ছিলেন। এসময় কুমিল্লা ক্যান্টেমেন্ট এলাকায় বাস ও ট্রাকের ওভারটেকিং প্রতিযোগিতায় পিছন থেকে অজ্ঞাত বাস তার মোটরসাইকেল ধাক্কা দিলে মাথা ও চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা বেগতিক দেখে ঢাকা পপুলার হাসপাতালে প্রেরন করা হয়। তার দ্রুত সুস্থ্যতায় কামনা করেছেন কচুয়া প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur