উৎসাহ-উদ্দীপনায় আজ সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদসহ সদর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের ৬ কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ।
তফসিল ঘোষণার পর চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদসহ স্থগিত অন্য ইউপি সদস্যরা নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন।
ফলে ইউনিয়ন পরিষদ এলাকার বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠান প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে। পৌরসভা নির্বাচনের মতো ইউপি নির্বাচন দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, এ থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জয়ী লাভের আশায় প্রচার প্রচারণা করেছেন।
আজ শুরু হবে ভোট যুদ্ধ। কে আসবে মর্যাদার লড়াইয়ে। সেই অপেক্ষায় ইউনিয়নবাসী।
বন্ধ থাকা ৪ ইউনিয়নের ৬ ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে রামপুর ইউনিয়নের স্থগিত ৪নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ড এ দুটি ওয়ার্ডের মোট ভোটর সংখ্যা ৩ হাজার ৩শ’ ৬৮জন।
এখানে সংরক্ষিত আসনের দু’জন প্রার্থী ও সাধারণ মেম্বার পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মৈশাদী ইউনিয়নে স্থগিত ৯নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ হাজার ২শ’ ৯৮ জন।
এখানে সংরক্ষিত আসনের তিনজন প্রার্থী ও সাধারণ মেম্বার পদে ৯ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেছেন। কল্যাণপুর ইউনিয়ন পরিষদের স্থগিত ৩ নং ওয়ার্ডের ভোটর সংখ্যা ১ হাজার ৪শ’ ৯০ জন।
এখানে সংরক্ষিত আসনের একজন প্রার্থী ও সাধারণ মেম্বার পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১২ নং চান্দ্রা ইউনিয়নের স্থাগিত যে দুটি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে, তার মধ্যে ৪নং ওয়ার্ড ও ৭নং ওয়র্ডের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭শ’ ৪৪ জন। এখানে সংরক্ষিত আসনের ৫জন প্রার্থী ও সাধারণ মেম্বার পদে ১১জন প্রার্থী প্রতিদন্ডিতা করছেন।
অপরদিকে বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৬৪ বুথে মোট ২২ হাজার ৫শ’ ৮১ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটরের সংখ্যা ১১ হাজার ৯শ’ ২৮ ও মহিলা ভোটার সংখ্যা ১০ হাজার ৬শ’ ৫৩ জন।
৯নং বালিয়া ইউনিয়নের যে সকল কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলোর মধ্যে রয়েছে- ১ নং ওয়ার্ডের উত্তর ইচলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটর সংখ্যা ২হাজার ৯শ’ ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ৬শ’, মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ৩শ’ ৮৭ জন। ২ নং ওয়ার্ডের উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২হাজার ৮শ’ ৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ৪শ’ ৮৬, মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ৩শ’ ৫৪ জন। ৩নং ওয়ার্ডের উত্তর বালিয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৪হাজার ৪শ’ ৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ হাজার ৩শ’ ৯৮, মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৬০ জন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম মিয়াজী (নৌকা), বিএনপি সমর্থীত হাফিজুর রহমান ঢালী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থীত আ. রহমান গাজী (হাতপাখা), ইসলামী ফ্রন্ট সমর্থীত প্রার্থী মো. আতিকুর রহমান (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ আলী মাঝি (আনারস) প্রতিক নিয়ে লড়বেন আজ।
৪নং ওয়ার্ডের ফরাক্কাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুটি এলাকার ভোটার সংখ্যা ২ হাজার ৮শ’ ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ৪শ’ ৩১, মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ৩শ’ ৪৩ জন। ৫নং ওয়ার্ডের উপ সাবদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৩শ’ ৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭শ’ ১১, মহিলা ভোটার সংখ্যা ৬শ’ ৩৪ জন।
৬নং ওয়ার্ডের পশ্চিম সাবদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১হাজার ৮শ’ ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ১৩, মহিলা ভোটার সংখ্যা ৮শ’ ৭৬ জন। ৭নং ওয়ার্ডের বালিয়া ইউনিয়ন পরিষদ ভবন ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১হাজার ৫শ’ ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮শ’ ৮, মহিলা ভোটার সংখ্যা ৭শ’ ৩৩ জন।
৮নং ওয়ার্ডের গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১হাজার ৮শ’ ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯শ’ ৫১, মহিলা ভোটার সংখ্যা ৯শ’ ৯ জন। ৯নং ওয়ার্ডের পূর্ব গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৮শ’ ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ৫শ’, মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ৩শ’ ৫৪ জন।
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারীরা হলেন- সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে (১,২,৩) মাজুদা বেগম (বক) , সেলিনা আক্তার (বই) ও শানু বেগম (তালগাছ)। ২নং ওয়ার্ডে (৪,৫,৬) সহিদা বেগম (তালগাছ), সুফিয়া বেগম (সূর্যমুখি ফুল), জাহানারা বেগম (বই) ও নূর জাহান বেগম (মাইক)। ৩নং ওয়ার্ডে (৭,৮,৯) হাজেরা বেগম (সূর্যমুখি), শাহিনা বেগম (হেলিকপ্টর) ও ফাহিমা বেগম (বই)।
সাধারণ আসনের সদস্য পদে ১ নং ওয়ার্ডে কবির মিয়াজী (মোরগ), আ. কাদির গাজী (তালা), মোক্তার হোসেন (ফুটবল)। ২ নং ওয়ার্ডে এমএ মান্নান বেপারী (আপেল), মো. জাহিদ হোসেন খান (ফুটবল) ও মো. ইসমাইল হোসেন গাজী মোরগ)। ৩ নং ওয়ার্ডে মো. লোকমান মাঝি (ফুটবল), কামাল হোসেন শেখ (তালা), ডা. মো. সুলতান আহমেদ বৈদ্যুতিক পাখা), মাওলানা মো. মোস্তফা মীর (ঘুড়ি), মো. নজরুল ইসলাম (ভ্যান গাড়ি), আ. রাজ্জাক শেখ (টিউবওয়েল), ও সেলিম খান মোরগ)।
৪ নং ওয়ার্ডে মো. সেলিম তালুকদার (বৈদ্যুতিক পাখা), মো. জামাল উদ্দিন ঢালী (টিউবওয়েল), মো. মামুন আলম খান মোরগ), নানু তালুকদার (তালা) ও মো. সত্তার বেপারী (ফুটবল)।
৫ নং ওয়ার্ডে মো. আহসান তালুকদা বৈদ্যুতিক পাখা), মো. নেছার আহমেদ (মোরগ) ও মো. আলমগীর হোসেন (ফুটবল)। ৬ নং ওয়ার্ডে আবু তাহের খান (ফুটবল) ও মো. আ. লতিফ খান মোরগ)। ৭ নং ওয়ার্ডে মো. জাহাঙ্গির আলম মিয়াজী (ফুটবল), মো. মুরাদ মিজি (তালা) ও মো. আহসান উল্যাহ মিজি মোরগ)।
৮ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (তালা), দেলোয়ার হোসেন মাঝি (ফুটবল) ও মো. ফারুকুল ইসলাম (মোরগ)। ৯ নং ওয়ার্ডে মো. কাদির গাজী (ফুটবল), নজরুল ইসলাম (তালা), আলমগীর হোসেন বৈদ্যুতিক পাখা) ও মো. খোরশেদ আলম (মোরগ)।