চাঁদপুরের কচুয়ায় সিনিয়র সাংবাদিক মফিজুল ইসলাম বাবুলের ওপর গত ৪ জানুয়ারি হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে পৌর ডাক বাংলোর সামনে হামলা কারীদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানবন্দন অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবুল হোসেন, সি. সহ-সভাপতি রাকিবুল হাসান, সহসভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক মানিক ভৌমিক, যুগ্ন সম্পাদক জিসান আহমেদ নান্নু, অর্থ সম্পাদক আফাজ উদ্দীন মানিক, সদস্য সনতোষ চন্দ্র সেন, সাংবাদিক আমির হোসেন,আবু সাইদ, ইউনুছ মিয়া, শান্ত ধর, ইসমাইল হোসেন বিপ্লব, সায়েম মৃধা ও আহত সাংবাদিক বাবুলের পুত্র মেজবাউল হক তারেক।
এসময় কচুয়ায় কর্মরত জাতীয়, স্থানীয় টিভি চ্যানেলের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০১:০৩ এএম, ৬ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ