চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে শুক্রবার বিকালে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর জেলা পরিষদের ৬নং ওয়ার্ডে হাতি প্রতীকে সদস্য প্রার্থী জোবায়ের হোসেন।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজন পোদ্দারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের ৬নং ওয়ার্ডে হাতি প্রতীকে সদস্য প্রার্থী জোবায়ের হোসেন।
এসময় তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত ৫বছর আমি জেলা পরিষদের সদস্য ছিলাম। চেষ্টা করেছি সাধারন মানুষ ও জনপ্রতিনিধিদের সেবা করার জন্য। হাতি প্রতীকে সদস্য প্রার্থী হিসেবে আগামী ১৭ অক্টোবর নির্বাচিত হলে পূনরায় মানুষের সেবা করব এবং সুখে দুখে মানুষের কল্যানে কাজ কবর। তাই সাংবাদিক ভাইয়ের সহযোগিতা কামনা করছি।
এসময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন,মানিক ভৌমিক,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,আব্দুল কাদের,ইউনুছ মিয়া,আবুল কালাম,আমির হোসেন,আবু সাঈদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur