কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিনে আসন্ন জেএসসি পরীক্ষা নকলমূক্ত পরিবেশে গ্রহণের লক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ বলেন, শিক্ষার্থীদের গুনগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের লক্ষ্যে সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে বৈধ প্রবেশাধিকার ছাড়া কেউ প্রবেশ করতে পারবেনা। পরীক্ষা কেন্দ্রের সাথে সম্পৃক্ত কাউকে অনৈতিক কাজের সুযোগ দেওয়া হবে না। সকল কেন্দ্রে একই মানদন্ডে পরীক্ষা নেয়া হবে।
তিনি আরো বলেন, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকদের সহযোগিতা কমনা করছি।
এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, সাবেক সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, মফিজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমির হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক বিল্লাল মাসুম, দপ্তর সম্পাদক আবু সাঈদ, সদস্য শান্তু ধর প্রমুখ।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ ৯ : ০৫ পিএম, ২৬ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
এইউ