চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে রোববার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ৫ বচর বসয়ী শিশু মৃত্যুর এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু ওই গ্রামের হাবিব উল্যাহর কন্যা মীম আক্তার
জানাগেছে, মীম সকলের অগোচরে বাড়ির পাশে একটি বাঁশের সাঁকোতে উঠে পানিতে পড়ে যায়। এক পর্যায়ে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে শিশুটিকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
: আপডেট, বাংলাদেশ সময় ৭:৪০ পিএম, ২৮ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur