কচুয়ায় সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

চাঁদপুরের কচুয়ায় খাদ্য গুদামে কৃষি অফিসের তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া ২৩ টাকা প্রতি কেজি ন্যায্য মূল্যে এ ধান সংগ্রহ কার্যক্রম আগামি ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

ধান সংগ্রহের গত কয়েক দিনে প্রায় ৭০ মেঃ টন ধান সংগ্রহ হয়েছে বলে কচুয়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আহমদ হোসাইন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

জানা গেছে, চলতি বছর কচুয়ায় কৃষকের কাছ থেকে প্রায় ১৬শ ৯৯ মেঃ টন ধান ক্রয় করবে সরকার। এরই ধারাবাহিকতায় গত কয়েক দিনে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল থেকে কৃষকরা মন-এ মন-এ ধানের বোজা নিয়ে খাদ্য গুদামে আসতে দেখা যায়।

কচুয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কচুয়ায় চলতি বছর ৬শ টন ধান উদৎপাদিত হয়েছে। ফলে বাকী অবশিষ্ট ধান ক্রয় নিয়ে বিপাকে পড়তে পারে খাদ্য উপজেলা খাদ্য গুদাম কার্যলয়টি।

এদিকে কচুয়ায় ধান চুড়ানোর অটোমিল না থাকায় প্রায় প্রতি বছর এ গুদামের কর্মকর্তারা ধান নিয়ে বিপাকে পড়তে দেখা যায়।

কচুয়ায় ধান ক্রয়ের পর বাধ্য হয়ে সেগুলো চাঁদপুরের গুদাম জাত করতে হয়।

স্থানীয় কৃষকরা কচুয়ায় স্থায়ীভাবে একটি অটো ধান চুড়ানো মেশিন (কল) স্থাপনের দাবি জানিয়েছেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ এএম, ১৫ জুন ২০১৬, বুধবার
ডিএইচ

Share