চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও মতলব দক্ষিন উপজেলার কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন পাটওয়ারীর পিতা মরহুম ওবায়েদ উল্যাহ পাটওয়ারীর জানাযা শুক্রবার বাদ জুমা তেগুরিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
তিনি শুক্রবার ভোররাতে অসুস্থজনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রী,৬ ছেলে ও ৩ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী,সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার,তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটওয়ারীসহ এলাকার কয়েক হাজার মুসল্লি অংশগ্রহন করেন।
পরে মরহুমের জান্নাতময় জীবন কামনা করে তেগুরিয়া পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নুরুজ্জামান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২১ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur