চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় ৬নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা টিউবওয়েল প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে বিরতিহীন ভাবে ভোট গননা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে তৌহিদুল ইসলাম টিউবওয়েল প্রতীক পেয়েছেন ৭৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. জোবায়ের হোসেন হাতি প্রতীক পেয়েছেন ৫২ ভোট।
নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার মো. সোফায়েল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এদিকে সংরক্ষিত নারী সদস্য পদে তাছলিমা আক্তার আখি ফুটবল প্রতীকে কচুয়া,মতলব দক্ষিন ও উত্তর থেকে মোট ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরে বিজয়ী তৌহিদুল ইসলাম খোকার সমর্থনে কয়েক শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিল বের করা হয়।
নির্বাচনে পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক,কচুয়া সার্কেল (সিনিয়র এএসপি) আবুল কালাম চৌধুরী।
নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন সহ দলীয় নেতাকর্মীরা।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৭ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur