উপজেলা সংবাদ

কচুয়ায় সংঘর্ষে ১২ রাউন্ড গুলিবর্ষণ : আহত ৬

চাঁদপুরের কচুয়া নির্বাচনোত্তর দুই কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কচুয়া বাজারের সাবেক কোর্ট বিল্ডিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড সর্টগানের গুলি নিক্ষেপ করে।

আহত হালিম (৩০) ফারুক (২৮) ও নয়ন বেগম ((৩০) সহ অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে হালিমকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, বিজয়ী কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন ও অপর এক প্রার্থী কামাল হোসেন গাজীর সমর্থকরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কচুয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি ছোড়ে। পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে বিজিবিও ঘটনাস্থলে আসে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইবরাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে।

।। আপডেট : ০৬:২৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

ডিএইচ

Share