চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর শেখ মুজিবুর রজমান ডিগ্রী কলেজের ৪ প্রভাষক কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এরা হলেন, প্রতীক কুমার মন্ডল (জীব বিজ্ঞান),বিমল চন্দ্র আইচ (রসায়ন) আনোয়ার হোসেন (উচ্চতর গনিত) ও সফিউল আলম (পদার্থ বিজ্ঞান)।
শনিবার (১১ আগস্ট) সকালে কলেজ গভর্নিং বডির কার্যকরী সভায় তাদের সাময়িক বহিষ্কারের আদেশ সিদ্ধান্ত গৃহীত হয় । এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের বেতন ভাতা বন্ধ রাখার জন্যে ও নির্দেশনা প্রদান করা হয়।
জানা যায়, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় ওই কলেজ থেকে ২শ’ ৬২ শিক্ষার্থী অংশ গ্রহন, পাস করে মাত্র ৫৮ জন। পাসের হার ২২%। উল্লেখিত প্রভাষকদের বিষয়ে শিক্ষার্থীরা মারাত্মক ফলাফল বিপর্যয় ঘটে। কলেজের অধ্যক্ষ এটি.এম শাহআলম সিকদার ওই চার প্রভাষকের সাময়িক বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
কার্যকরি সভায় উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কলেজের অধ্যক্ষ এটি.এম শাহআলম সিকদার, সদস্য সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, আমির হোসেন, তৌহিদুল ইসলাম খোকা,রুহুল আমিন ও কামাল পাশা কাজল প্রমুখ।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু