কচুয়ায় ধুম পড়েছে বোরো চাষের। তীব্র শীতকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো চারা রোপণে ব্যস্ত সময় কাটছে উপজেলার কৃষকরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা কেউ বীজতলা থেকে চারা তুলছেন, কেউ চারা রোপণ করছেন, আবার কেউ জমিতে হালচাষ করছেন। শীত বেশি থাকায় আবার অনেকে একটু অপেক্ষা করছেন। সূর্যের দেখা মেলার সঙ্গে সঙ্গেই কৃষকরা চারা রোপণে ব্যস্ত হয়ে পড়ছেন।
স্থানীয় পালাখাল ও সেঙ্গুয়া গ্রামের কৃষক আব্দুল করিম,সাত্তার,আবু হানিফ ও রানা হোসেন বলেন, গত বছর রোপা আমনে ফসল ভালো হয়েছে। এ বছর আবহাওয়া ভালো থাকলে ফলনও ভালো হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: জাহাঙ্গীর আলম লিটন চাঁদপুর টাইমসকে বলেন, চলতি মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়নে ১২ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১২ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো চারা রোপণ মাত্রারিক্ত সম্পন্ন করে ফেলেছেন চাষিরা। কয়েক দিনের মধ্যেই প্রায় শেষ ভাগই বোরো চারা রোপণ শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে উচ্চফলনশীল হতে সার্বক্ষণিকভাবে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১ ফেব্রুয়ারি ২০২১