চাঁদপুরের কচুয়া উপজেলার ৩৪নং নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও অবসর প্রাপ্ত শিক্ষিকা জাহানারা আক্তারের বিদায় সংবর্ধনা বুধবার বিকেলে দেয়া হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী মাও. সফিকুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান ও এ জেড এম নজরে মঈন ইনুর যৌথ পরিচালনায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেনী জেলার প্রাক্তন সিভিল সার্জন ডা. মো. ইসমাইল হোসেন সিরাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ বিএসসি, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রহমান ভূইয়া, নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক আহসান উল্যাহ বাবুল, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন বিএসসি, প্রাথমিক শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম ও ফেরদৌস আহমেদ প্রমুখ।
: আপডেট ১১:৩০ পিএম, ১৬ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ