কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিক্ষার গুনগত মান উন্নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আবু মুসা, কোয়া কোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুুর রহমান প্রমুখ।
এ সময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, আলমগীর তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাজ উদ্দীন মানিক, আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, আহসান হাবীব সুমন, যুগ্ন সম্পাদক সুজন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সিনিয়র সদস্য হাবীবুল্লাহ হাবীব, কবি আলী আক্কাছ তালুকদার, রাজীব চন্দ্র শীল ও ফরহাদ চৌধূরী, মেহেদী হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৪ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur