Home / উপজেলা সংবাদ / কচুয়ায় শিক্ষার্থীদের নতুন বই বিতরণ
কচুয়ায় শিক্ষার্থীদের নতুন বই বিতরণ

কচুয়ায় শিক্ষার্থীদের নতুন বই বিতরণ

বাংলাদেশ সরকারের বিনামূল্যে বই বিতরণ উৎসব কর্মসূচির অংশ হিসেবে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। নতুন বই নিয়ে সারাদিন আনন্দে মেতেছিলো শিক্ষার্থীরা। ১ জানুয়ারি বই বিতরণ দিবস উপলক্ষে কচুয়ায় একযুগে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।

সাচার উচ্চ বিদ্যালয়
কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পালাখাল উচ্চ বিদালয়
বই বিতরণ কর্মসূচিতে শুক্রবার পালাখাল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহ পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়
শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষর্থীদের মাঝে বই বিতরণ করা হয়। শুক্রবার সকালে উৎসব মুখর পরিবেশে স্ব স্ব ক্লাশের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, সিনিয়র শিক্ষক মাওঃ খোরশেদ আলম, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ওয়াহিদুর রহমান, ফখরুউদ্দিন, রঞ্জু রানী লোধ, শৈলেন্দ্র চন্দ্র দাস, অভিভাবক মোঃ জাহাঙ্গীর আলম পাটোয়ারী, আব্দুল বাতেন, ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসা
বই বিতরণ উৎসব কর্মর্সচির অংশ হিসেবে শুক্রবার সকালে কচুয়া উপজেলার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান প্রধান অতিথি হিসেবে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুফতি মোঃ আব্দুর রাজ্জাক আনোয়ারী, সমাজ সেবক জসিম উদ্দিন প্রধান, নুরুল ইসলাম মোল্লা, ফাতেমা আইডিয়াল কিন্ডার গার্টেনের পরিচালক মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীব মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়ালী উল্যাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পালাখাল ফাতেমা আইডিয়াল কিন্ডারগার্টেন

উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ফাতেমা আইডিয়াল কিন্ডারগার্টেনের প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শুক্রবার উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কবির হোসেন ও সিনিয়র শিক্ষক মোঃ মাহবুব আলম শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন।

অপরদিকে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হযরত শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডারগার্টেন, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, মনোহরপুর উচ্চ বিদ্যালয়, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়, সাচার উচ্চ বিদ্যালয়, কোয়া কোর্টমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর এমএ খালেক উচ্চ বিদ্যালয়, মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়, রাগদৈল আইএম উচ্চ বিদ্যালয়, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়, কহলথুরী হামিদিয়া উচ্চ বিদ্যালয়, মাসনীগাছা উচ্চ বিদ্যালয়, জগতপুর উচ্চ বিদ্যালয়, পাথৈর উচ্চ বিদ্যালয়, বাইছারা উচ্চ বিদ্যালয়, প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়, দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়, আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় ও পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে একযোগে নতুন বই বিতরণ করা হয়।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৭:২৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর