Home / উপজেলা সংবাদ / কচুয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা : ৮ আসামীর রিমান্ড মঞ্জুর

কচুয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা : ৮ আসামীর রিমান্ড মঞ্জুর

জিসান আহমেদ নান্নু, কচুয়া | আপডেট: ০৭:৩১ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০১৫, রোববার

চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর যুবলীগ নামধারী কর্মীদের হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৮ আসামির রিমান্ড মঞ্জুর হয়েছে।

তাদের বিরুদ্ধে কচুয়া থানায় দায়েরকৃত মামলার (নং-০৫) পরিপ্রেক্ষিতে রোববার চাঁদপুরের বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার আসামী মনির হোসেন (২৭), ফারুক হোসেন (২৬), লিটন (৩৫) ও মোজাম্মেলের (১৮) ২ দিনের এবং অপর ৪ আসামী পপি আক্তার (১৮), আলাউদ্দীন (২৮), সবুজ (২৫) ও অজিউল্লাহ (৩০)’র ১দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, জাতীয় শোক দিবস পালনের জন্য কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারি শিক্ষক ফজলুর রহমানকে যুবলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী দাবি করে লাঞ্ছিত করে। ওই ঘটনায় পরদিন ১৬ আগস্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল-সমাবেশ করে। গ্রেফতারকৃত আসামী যুবলীগ নামধারী মনির, ফারুক ও লিটনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র কোমলমতি শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশে দফায় দফায় হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে আহত করে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫