চাঁদপুরের কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামে শুক্রবার রাতে শালিস বৈঠকে ঝগড়ায় বাধা দেয়ায় নাছিমা বেগম নামের এক ইউপি সদস্যের উপর হামলা করা হয়েছে।
এ ঘটনায় হামলার শিকার ইউপি সদস্য নাছিমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানায় অভিযোগ ও হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য নাছিমা বেগম জানান, সম্প্রতি মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম একই গ্রামের চারু মিয়ার কাছে পাওনা টাকা সংক্রান্ত শালিশ বৈঠকে বসি। বৈঠকে একটি পক্ষ উত্তেজিত হলে থামানোর চেষ্টা করি। এতে ক্ষিপ্ত হয়ে ইমান, হাসান, আফিজ উদ্দিন, ফারুক, চারু মিয়া সহ বেশ কয়েকজন আমার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধম প্রহার করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শুক্রবার রাতেই নাছিমা বেগমকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এসময় হামলাকারীরা নাছিমা বেগমের কানের দুল, একটি চেইন ও নগদ আড়াই হাজার টাকা নিয়ে যায় বলে তিনি দাবী করেন।
এ ঘটনায় নাসিমা বেগমের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ও ইউপি সদস্যগণ।
স্টাফ করেসপন্ডেন্ট