কচুয়া উপজেলার ঐতিহাসিক শাজুলিয়া দরবার শরীফে হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক সবক অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপেটম্বর শনিবার শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সবক প্রদান করেন, বাংলাদেশ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি,কচুয়ার কৃতি সন্তান ও শায়খুল কুররা ক্বারী মোঃ আব্দুল হক (দা.বাঃ)।
বিশেষ আকর্ষন হিসেবে কেরাত পাঠ করেন, বাহরাইন, মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশে হিফজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী হাফেজ ক্বারী মো. জাকারিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শাজুলিয়া একাডেমীর পরিচালক শাহ মুহাম্মদ নুরুল্লাহ শাজুলি, বাংলাদেশ শাজুলিয়া একাডেমী দরবার শরীফ শাখার পরিচালক আতাউল্লাহ শাজুলি,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যাপক ফানাউল্লাহ শাজুলি, কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজের অধ্যাপক মাও.জাকির উল্লাহ শাজুলি,মাওলানা মিজানুর রহমান, চট্টগ্রামবন্দর সিবি এর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ উল্লাহ সরকার প্রমুখ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কোরআনে হাফেজ হওয়া কৃতি শিক্ষার্থীদের সবক প্রদান ও অতিথিবৃন্দদের ক্রেস্ট উপহার দেয়া হয়।
এসময় শাজুলিয়া দরবার শরীফের বিভিন্ন মুরীদান,শোভাকাঙ্খী ও এলাকার ধর্মপ্রান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১২ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur