যথাযথ স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরিফের ৪৩তম বার্ষিক মাহফিল ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাদ ফজর তালিমে জিকির ও আম বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। ২০ ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।
অলিয়ে কামেল হজরতুল আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মদ ফায়েজ উল্লাহ শাজুলি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতে দ্বীনের এ মারকাজ কচুয়ার ‘শাজুলি মনজিল’-এ প্রতিষ্ঠা করেন।
শাজুলিয়া দরবার শরীফের এ মাহফিলে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের প্রখ্যাত ওয়ায়েজীন, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করবেন। শনিবার বাদ ফজর আখেরি মুনাজাত ও তাবাররক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হবে।
মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন, দরবারের সদরে মোন্তাজেম ও গদ্দিনশীন পীর শাহ সুফি আল্লামা আবুল হাসান মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি (মা: জি: আ:)।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৭ ফেব্রুয়ারি ২০২১