কচুয়া উপজেলার সুবিদপুর গ্রামের অধিবাসী,বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত জেলা ও ত্রান পূর্নবাসন কর্মকর্তা মো. শহীদ উল্যাহ বাচ্চু মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্নালি….. রাজিউন)।
তিনি শুক্রবার দুপুরে গাজীপুর সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ওইদিন বাদ এশা জানাযা শেষে মরহুমের লাশ সুবিদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা গুনগাহী রেখে গেছেন।
তিনি গাজীপুরস্থ সিটি মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: রিফায়েত উল্যাহ শরীফের গর্বিত বাবা ছিলেন।
মরহুমের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,কুমিল্লাস্থ কচুয়া সমিতির সভাপতি ডা. এমএ মালেকসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২১ মে ২০২২