কচুয়ায় শত্র“তার জের ধরে মেহগনি জাতের গাছের চারা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের এনায়েতপুর প্রধানীয়া বাড়িতে মেহগনি জাতের ৮/১০টি মূল্যবান চারা কর্তনের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম প্রধান রোববার দুপুরে কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে- জমি বিক্রির ঘটনা কেন্দ্র করে গত কয়েকদিন পূর্বে একই বাড়ির আবুল খায়ের গংরা নুরুল ইসলামকে হুমকি-ধমকি প্রদর্শন করে। এছাড়া ওই ঘটনাকে কেন্দ্র করে আবুল খায়ের প্রধানের পুত্র ইউসুফ, হাবিব ও ভাতিজা কামরুল এ ঘটনা করতে পারে বলে অভিযোগে উলে¬খ করা হয়।
|আপডেট: ০৬:৩৫ অপরাহ্ন, ২৭ মার্চ ২০১৬, রোববার
চাঁদপুর টাইমস /এমআরআর