Home / উপজেলা সংবাদ / কচুয়ায় শত্রুতার জের ধরে গাছের চারা কর্তন
কচুয়ায় শত্রুতার জের ধরে গাছের চারা কর্তন

কচুয়ায় শত্রুতার জের ধরে গাছের চারা কর্তন

কচুয়ায় শত্র“তার জের ধরে মেহগনি জাতের গাছের চারা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের এনায়েতপুর প্রধানীয়া বাড়িতে মেহগনি জাতের ৮/১০টি মূল্যবান চারা কর্তনের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম প্রধান রোববার দুপুরে কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

থানায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে- জমি বিক্রির ঘটনা কেন্দ্র করে গত কয়েকদিন পূর্বে একই বাড়ির আবুল খায়ের গংরা নুরুল ইসলামকে হুমকি-ধমকি প্রদর্শন করে। এছাড়া ওই ঘটনাকে কেন্দ্র করে আবুল খায়ের প্রধানের পুত্র ইউসুফ, হাবিব ও ভাতিজা কামরুল এ ঘটনা করতে পারে বলে অভিযোগে উলে¬খ করা হয়।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ]জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]

|আপডেট: ০৬:৩৫  অপরাহ্ন, ২৭ মার্চ ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর