Home / উপজেলা সংবাদ / কচুয়ায় লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন শিক্ষার্থীরা
কচুয়ায় লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন শিক্ষার্থীরা

কচুয়ায় লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন শিক্ষার্থীরা

চাঁদপুরের কচুয়ায় একযোগে জাতীয় সঙ্গীত গেয়েছে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টা ১ মিনিটে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব শিক্ষা প্রতিষ্ঠানের লাখো শিক্ষার্থী জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেয়।

কচুয়া উপজেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো। এ ছাড়া উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৫ সহস্রাধিক জাতীয় পতাকা বিতরণ করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনে কচুয়ার ৬টি কলেজ, ২টি স্কুল অ্যান্ড কলেজ, ৪০টি উচ্চ বিদ্যালয়, ৩৫টি মাদ্রাসা, ১৭২টি প্রাথমিক বিদ্যালয়, ১০৩টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ আয়োজনের মূল উদোগক্তা কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির জানান, নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম জাগ্রত করার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত হলে এ দেশ একদিন সমৃদ্ধ বাংলাদেশে রুপান্তরিত হবে।

: আপডেট ১০:৩৩ পিএম, ২৬ মার্চ ২০১৬, শনিবার
ডিএইচ