চাঁদপুরের কচুয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২১জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার ৪ জুলাই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ।
উপজেলার কচুয়া, রহিমানগর, মাসনীগাছা ও জগতপুর বাজারে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ২১ জন ব্যবসায়ীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অযথা বাজারে ঘুরাফেরা করায় বেশ কিছু লোকজনকে বাড়িতে পাঠান প্রশাসনের সদস্যবৃন্দ।
এসময় ওসি তদন্ত মো.ছানোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহিন,রহিমানগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম সওদাগরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জিসান আহমেদ নান্নু , ৪ জুলাই ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur