উপজেলা সংবাদ

কচুয়ায় যুবলীগ নেতার জামিন লাভ

জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর):

চাঁদপুরের কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইদ্রিছ আলম বেপারীর বড় ছেলে ও পৌর যুবলীগের সভাপতি মোঃ মাহবুব আলমের বড় ভাই ও কোয়া গ্রামের যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন (৩১) জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার চাঁদপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মফিজুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

ওইদিন বিকেল ৫টায় চাঁদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে সন্ধ্যায় কচুয়ায় এসে পৌঁছলে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

এসময় তাৎক্ষণিক তাকে নিয়ে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী মোটর নিয়ে মোটর শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি কচুয়া পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বিশ্বরোড বাইপাস সড়কে এসে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে।

গত ৫জুলাই একটি মামলার আসামী হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে কচুয়া থানা পুলিশ গ্রেফতার করে।

ওই মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মোঃ হেলাল উদ্দিন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মোঃ আমান উল্লাহ পিপি।

Share