বিএনপি-জামাত শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ওই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় কচুয়া পৌরসভার গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কচুয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে কচুয়া পল্টন মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন,সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,যুগ্ম সাধারন সম্পাদক ডা.মাসুদুর রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক সেলিম কবির,সদর দক্ষিন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর প্রমূখ।
এসময় কচুয়া পৌরসভা ও ১২টি ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের কয়েকশ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৭ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur