চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে ২য় উপজেলা কাব ক্যাম্পুরি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপি কাব ক্যাম্পুরি বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও জেলা স্কাউট এলপি মোঃ মোজাম্মেল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান,
উপজেলা শিক্ষা অফিসার শাহ্ মোহাম্মদ ইকবাল মনসুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক কামাল হোসেন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউট সদস্যবৃন্দ সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
২৬ সেপ্টেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur