কচুয়ায় মুক্তিযোদ্ধা জুলমাতকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুরের কচুয়া উপজেলার রাজাপুর গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা জুলমাত হোসেন (৭০) বুধবার ভোর রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না……রাজিউন)।

ওইদিন বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মরহুমকে তাঁর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি ছিলেন নিঃসন্তান। মৃত্যুকালে স্ত্রী সহ অসংখ্যা গুনগ্রাহীদের রেখে যান।

মরহুমের জানাজা অনুষ্ঠানে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মন্ডল, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, আনোয়ার সিকদার, হাফেজ আ: হামিদসহ এলাকার বেশ কিছু লোকজন উপস্থিত ছিলেন।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ]জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author] : আপডেট ১:০০ এএম, ১৪ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ