চাঁদপুর কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. তাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁর নিজ বাড়ি মহিদ্দেরভাগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্না….রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ আছর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযা অনুষ্টানে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া ও মুক্তিযোদ্ধা মো. আনোয়ার সিকদার। তার জানাযা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ এলাকার বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেয়।
উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ উপজেলার ঐতিহ্যবাহী গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট
২১ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur