কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামে স্কুল ছাত্রীদের ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় এক স্কুল ছাত্র ও তার মাকে বেদম মারধর করেছে বখাটে লোকজন। এ ঘটনায় গুরুতর আহত স্কুল ছাত্র আহাদ ও তার মা খোরশেদা বেগম বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন খোশেদা বেগম জানান, একই গ্রামের প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে হৃদয় স্কুল শিক্ষার্থীদের বিভিন্ন সময় উত্ত্যক্ত করলে আমার ছেলে আহাদ বাঁধা দিলে সোমবার বিকালে আমার ছেলেকে প্রতিবেশী বাবুল, সোলেমান, জহির, হৃদয়, কাজল বেগম ও নীলুফা বেগমসহ বেশ কয়েকজন বেদম মারধর করে।
এ নিয়ে পরদিন মঙ্গলবার সকালে বিচার চাইতে গেলে পুনরায় প্রতিপক্ষ লোকজন প্রভাব খাটিয়ে আমাকেও আমার পক্ষের সুফিয়া, কৃষরা বেগম, হেদায়েত উল্যাহকে জমি জমা ও শত্রুতার জের ধরে দলবল নিয়ে বেদম মারধর করে। স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, স্কুল ছাত্র আহাদ ও তার মাকে মারধরের বিষয়টি আমাকে জানিয়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৩০ আগস্ট ২০২২