স্কুলে গিয়ে পড়ালেখা করতে বলায় মায়ের সাথে অভিমান করে কাজী জীবন (১২) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।
১০ মে মঙ্গলবার চাঁদপুরের কচুয়ার দক্ষিন শাসনপাড়া গ্রামের কাজী বাড়িতে আম গাছের সাথে ওড়না পেচিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। কিশোর কাজী জীবন শাসনপাড়া গ্রামের প্রবাসী মো. ইউসুফ কাজীর ছেলে ও নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

তার মা সাজেদা বেগম ও দাদা কাজী সফিকুর রহমান বলেন, জীবন দুষ্ট প্রকৃতির ছিল। লেখাপড়ায় মনযোগী হতে বলায় অভিমানে বাড়ির পূর্ব পাশে আমের ডালে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ওসি মো. মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur