চাঁদপুরের কচুয়া পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শনিবার (৮ এপ্রিল) বিকেলে করা হয়েছে।
পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বিবিন্ন বিদ্যালয়ে খুদে ফুটবল খেলোয়াড়দের মানোন্নয়ন ও ফুটবল খেলার প্রতি অধিক আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ক্রীড়া অধিদপ্তরের পরিচালক, কচুয়ার কৃতি সন্তান ডাঃ আমিনুল ইসলাম এর পিতা সাবেক সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল লতিফ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন বিএসসি’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শাহজালালের পরিচালনায় এ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক এবিএম মাহাবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার (অ.দা) মোঃ জাহাঙ্গীর হোসেন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন।
এসময় গোহট উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির, পিপলকড়া সমাজ কল্যান সংস্থার সভাপতি কাজী মোস্তফা কামাল, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি, সিনিয়র সাংবাদিক আতাউল করিমসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ১: ৩৩ এএম, ৯ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur