কচুয়া

কচুয়ায় মাদক সেবীদের হামলায় আহত ৪

চাঁদপুর কচুয়ায় জগতপুর গ্রামে প্রধানমন্ত্রীর ভাষনকে স্বাগত জানিয়ে মিছিল শেষে বাড়ি ফেরার পথে ছাত্রীলীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে এক দল চিহ্নিত মাদক ব্যবসায়ী।

হামলায় আহতরা হচ্ছে, জগতপুর গ্রামের এনতাজ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম, ইদ্রিছ মিয়ার ছেলে আল-আমিন, ইমরান হোসেনের ছেলে শাহ্জাহান ও আব্দুল মতিনের ছেলে সুজন। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত ছাত্রলীগ নেতারা জানান গত দু’দিন পূর্বে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে মাদকের জিরো টলারেন্স এর বিষয়ে বক্তব্য দেয়ায় স্থানীয় নেতা কর্মীরা স্বাগত জানিয়ে শনিবার রাতে জগতপুর বাজারে একটি মিছিল বের করে।

ওই মিছিল শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউনুছ মিয়া এর মদদে একই এলাকার এনামুল হক মনা, নুরু মিয়া, মিলন, ইউসুফ, বাবুল ও কালু মিয়াসহ বেশ কিছু উশৃঙ্খল যুবক ছাত্রলীগের নেতা কর্মীদের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মারাত্মক হামলা চালিয়ে গুরুতর আহত করে।

পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলামের অবস্থা আশংকা জনক। খবর পেয়ে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

এই ঘটনায় হামলার স্বীকার ছাত্রলীগ নেতাকর্মীদের পরিবারের পক্ষথেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২৭ জানুয়ারি,২০১৯

Share