উপজেলা সংবাদ

কচুয়ায় মাদক ব্যবসায়ীর ৬ মাস কারাদন্ড

জিসান আহমেদ নান্নু, কচুয়া | আপডেট: ০৭:৪৭ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার

চাঁদপুর জেলার কচুয়ায় মোঃ রাসেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেনের কার্যালয়ে এ রায় প্রদান করা হয়।

জানা গেছে, কচুয়া উপাজেলার শংকরপুর গ্রামের অধিবাসী বাচ্চু মিয়ার পুত্র রাসেল (২৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ শাহাদাত হোসেন গ্রেফতার করে। পরে কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের কার্যালয়ে গঠিত আদালতে রাসেলের স্বীকারোক্তিমতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ দ্বারা ১৯ (৭) শাস্তি ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share