জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর):
চাঁদপুরের কচুয়ায় রবিবার দুপুরে হারধন দাস (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মাদক ব্যবসায়ী হারধন দাস একই উপজেলার সাচার ইউনিয়নের চেলাকান্দা গ্রামের মৃত রবিদাসের পুত্র।
(৯ আগস্ট) রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (এসআই) মোঃ মোস্তফা চৌধুরী ২ লিটার দেশীয় চোরাই মদসহ তাকে আটক করে। পরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মুহম্মদ আশরাফ হোসেনের কার্যালয়ে নিয়ে আসলে, ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত হারাধন দাস মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করলে ১৯৯০এর শাস্তির ধারা ১৯ মোতাবেক তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur