কচুয়া

কচুয়ার মনপুরা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী ইউসুফের যোগদান

চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা ফাযিল মাদ্রাসার নতুন অধ্যক্ষ হিসেবে গাজী ইউসুফ যোগদান করেছেন। গত মঙ্গলবার (২৫ জুলাই) লিখিত ও ভাইবা নিয়োগ পরীক্ষায় ৪জন প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে এ পদে নির্বাচিত হয়েছেন।

এর আগে তিনি কচুয়া উপজেলার কাদলা ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ পদে দীর্ঘ দিন সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জনক ও তার স্ত্রীও একজন শিক্ষিকা।

মনপুরা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রাক্তন মেধাবী ছাত্র ও মনপুরা গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুল ইসলামের জৈষ্ঠ্য পুত্র গাজী ইউসুফ ওই মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করে তাৎক্ষণিক এক প্রতিক্রীয়ায় বলেন, শিক্ষা মানুষের অমূল্য সম্পদ। এ মাদ্রাসার সুনাম, শিক্ষার মান ও অতিতের গৌরব এগিয়ে নিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, গভর্নিং বডি, তথা এলাকাবাসীর দোয়া ও সহযোগীতা চাই।

প্রসঙ্গত, এর আগে গাজী ইউসুফ ২০১৬ সালে কচুয়া উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১: ৫০ পিএম, ২৭ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share