চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও প্রিমিয়ার লীগের (এনপিএল) উদ্যোগে ব্যতিক্রমী মাদক বিরোধী র্যালির মাধ্যমে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩ টায় ২য় বারের মতো প্রিমিয়ার লীগের বণার্ঢ্য উদ্বোধন করা হয়।
উপজেলার ৭৪নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এলাকার শত শত যুবকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে ফেস্টুন, গেঞ্জি, মাদক বিরোধী লেখা সম্মেলিত র্যালি বের হয়।
র্যালি লুন্তি, নোয়াগাঁও বাসষ্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এসে শেষ হয়।
পরে বাদ মাগরিব একই মাঠে নোয়াগাঁও ক্রিকেট কাউন্সিলের (এনসিসি) উদ্বোধনী ম্যাচ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপদেষ্টা মো. মাইন উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম নবী মো. জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা সুপ্রিম কোর্টের স্পেশাল পিপি অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন দুলাল।
বক্তব্য রাখেন, নোয়াগাঁও ক্রিকেট কাউন্সিলের উপদেষ্টা মো. মাইন উদ্দিন তালুকদার রিপন, মোঃ কৌশিক মজুমদার মাসুম, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অহিদুজ্জাফর রনি, ইউপি সদস্য মিলন মিয়াজী, ডা. মনির হোসেন জিলানী, ওয়ার্ড যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, মহিউদ্দিন, জহিরুল ইসলাম, আলহাজ্ব শাহপরান, তৌসিফ ওমর, আফাজ উদ্দিন, আবু বকর, আবুল হোসেন প্রমুখ।
এসময় নোয়াগাঁও ক্রিকেট কাউন্সিলের সদস্য, শুভাকাঙ্খী ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ০০ এএম, ৭ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ